• ইসরায়েলি যুদ্ধ বিষয়ক কেবিনেট মন্ত্রী বেনি গান্টজ নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছে।
• পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• পশ্চিম তীরে ২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• উত্তর গাজায় ৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
• নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনী যে ভয়ানক গণহত্যা চালিয়ে তাদের ৪ বন্দীকে মুক্ত করেছে, সেই হামলায় তাদের ৩ বন্দীও নিহত হয়েছে বলে জানিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। নিহত বন্দীদের একজন আমেরিকান নাগরিক বলেও জানানো হয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,০৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৪,৪৯৪ জন।
• দক্ষিণ গাজার রাফা শহরের তাল আস-সুলতান পাড়ার পশ্চিমে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল জুরুব এলাকায় এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করতে সক্ষম হয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• সুফা সামরিক সাইটে মিসাইল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড এবং আল-কাসসাম ব্রিগেড।
• রাফার আকাশে একটি জায়োনিস্ট অ্যাপাচি হেলিকপ্টারে স্যাম-৭ মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার কুয়েতি হাসপাতাল প্রাঙ্গণে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• রাফার তাল আস-সুলতান পাড়ার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• আল-ফারাআ ক্যাম্পের আল-দামজ পাড়ায় একটি জায়োনিস্ট নজরদারি ড্রোন ভূপাতিত করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• বালাতা ক্যাম্পে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা। এসময় তারা শত্রু বাহিনীর উপর গুলিবর্ষণের পাশাপাশি বিস্ফোরক ডিভাইসও বিস্ফোরিত করেছেন।
• রাফার আল-আওদা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• রাফার পূর্বে আল-আওদা এলাকায় একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।