হেরাত প্রদেশে একটি নতুন শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন ইমারতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। সম্প্রতি প্রদেশটির গভর্নর ও বিনিয়োগকারীদের সাথে বৈঠক কালে তিনি এই পরিকল্পনা তুলে ধরেছেন। উক্ত পরিকল্পনা অনুযায়ী, হেরাতের ৫০হাজার জেরিব জায়গা জুড়ে নতুন শিল্প এলাকা প্রতিষ্ঠা করা হবে। উল্লেখ্য যে, জেরিব হল জমি পরিমাপের একটি একক।
বৈঠকে মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, হেরাত প্রদেশে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীগণও এখানে বিনিয়োগে আগ্রহী উঠছেন। এই ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট উদ্যোগের ফলে হেরাত প্রদেশের অর্থনৈতিক কার্যক্রম আরও প্রসার লাভ করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে শিল্পপতিদের ‘অর্থনীতির মুজাহিদ’ আখ্যায়িত করেছেন প্রদেশটির গভর্নর মৌলভী নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন।
তথ্যসূত্র:
1.Herat’s New Industrial Town to Spur Economic Growth, Says Commerce Minister Azizi
– https://tinyurl.com/7y63ub6s
2. 50,000 Jeribs of land to be allocated to Herat Industrial Estate
– https://tinyurl.com/4p2ajt4t