জাবালিয়া শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলা, নিহত ১৫

0
28

জাবালিয়ায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় মেডিকেল সূত্রের বরাত দিয়ে ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর, মঙ্গলবার ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে বোমাবর্ষণ করেছে এতে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে৷

স্থানীয় মেডিকেল সূত্র জানায় যে দখলদার বাহিনী জাবালিয়া শহরের আল-ইয়ামান আল-সাইদ হাসপাতালের আঙ্গিনায় বাস্তুচ্যুত লোকজনের একটি তাঁবুতে বোমা হামলা চালায়, যার ফলে ১৫ জন বেসামরিক লোক নিহত হয় এবং অন্যরা আহত হয়।

গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।

এদিকে, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় শিবির হিবেবে ব্যবহার করা হচ্ছে এমন সাতটি স্কুলকে খালি করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে চলমান ইসরায়েলি আগ্রাসন তাদের পরিসেবা বন্ধ করতে বাধ্য করেছে। ইউএনআরডব্লিউএ-এর মতে, ইসরায়েলি আগ্রাসনের ফলে জাবালিয়া শিবিরে আটটি পানির কূপের মধ্যে এখন মাত্র দুটি অবশিষ্ট রয়েছে৷


তথ্যসূত্র:
1. At least 15 civilians killed, others injured in Israeli airstrikes on tents housing displaced people in Jabalia
– https://english.wafa.ps/Pages/Details/150159

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে তুলে নিলো মিয়ানমারের অস্ত্রধারীরা
পরবর্তী নিবন্ধভারতে সিরিয়ান শরণার্থী ও তার শিশু সন্তানের উপর অ্যাসিড নিক্ষেপ