পূজা মণ্ডপের গেট ভাঙ্গতে গিয়ে আটক হিন্দু যুবক

0
133

ভোলায় পূজা মণ্ডপের গেট ও আলোকসজ্জায় ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে শিমুল চন্দ্র (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) জেলা সদর উপজেলার বাপ্তা শক্তি সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক শিমুল ওই এলাকার মৃত মধু চন্দ্রের ছেলে। জানা গেছে, বাপ্তা মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গেট ও আলোকসজ্জা নির্মাণ করা হয়।

বুধবার (৯ অক্টোবর) সকালে হঠাৎ করেই ওই যুবক চিৎকার দিয়ে এসে আলোকসজ্জায় ঢিল ছোড়ে। এ সময় তাকে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, আমরা বিষয়টির তদন্ত করছি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


তথ্যসূত্র:
১. ভোলায় পূজার মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগে যুবক আটক
– https://tinyurl.com/4v9ybwkk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত ৪
পরবর্তী নিবন্ধমালিতে অগ্নিগর্ভ আল-কায়েদা: ৩ ইস্তেশহাদী হামলায় কেঁপে উঠল ‘বের’ শহর