গাজায় সন্ত্রাসী ইসরায়েলের মেজরসহ ৩ সৈন্য নিহত

0
84

গাজায় সন্ত্রাসী ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ইসরায়েলি মেজর রয়েছে। ১০ অক্টোবর, বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি দখলদার বাহিনী স্বীকার করেছে যে, উত্তর গাজায় তারা নিহত হয়েছে। নিহতরা সকলে ইসরায়েলের ৪৬০তম ব্রিগেডের ৫৪৬০তম সাপোর্ট ইউনিটের সদস্য।

আইডিএফের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছে।

নিহত তিন সেনা হল মাস্টার সার্জেন্ট ওরি মোশে বোরেনস্টাইন (৩২), মেজর নেতানেল হার্শকোভিটজ (৩৭) এবং মাস্টার সার্জেন্ট তেজভি মাতিতইয়াহু মারান্তজ (৩২)। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে প্রায় পাঁচ হাজার সেনা।

যদিও ইসরায়েলি সেনাদের হতাহতের পরিমাণ আরও বেশি, তেল আবিব হতাহতের সঠিক পরিমাণ প্রকাশ্যে আনছে না।


তথ্যসূত্র:
1.Three “Israeli” soldiers killed in north Gaza as Hamas pushes back Jabalia invasion
– https://en.royanews.tv/news/54861
2.3 Israeli army majors killed in clashes with Palestinian fighters in northern Gaza
– https://tinyurl.com/3ked2vpk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশী এনআইডি সহ গ্রেফতার ভারতীয় নাগরিক
পরবর্তী নিবন্ধজরিপ হলেও কূপ খননের অবহেলায় বাড়েনি গ্যাসের মজুদ