ধারণক্ষমতার চেয়ে ২২ শতাংশ বেশি বন্দি দেশের কারাগারগুলোতে

0
126

রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক মামলা বিবেচনায় অনেক বন্দি ছাড়া পেয়েছে। জামিনে মুক্তি পেয়েছে বিচারাধীন বিভিন্ন বন্দি। এমনকি কারাগার ভেঙে পালিয়েছে হাজার খানেক বন্দি। এর পরও দেশের কারাগারগুলোয় এখন ধারণক্ষমতার চেয়ে ২১ দশমিক ৭১ শতাংশ বেশি বন্দি রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর কারাগারে সবচেয়ে বেশি বন্দি রয়েছে। আর ধারণক্ষমতার চেয়ে কম বন্দি রয়েছে খুলনা, সিলেট ও রংপুরে। কারা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

কারা অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের কারাগারগুলোয় বন্দি ধারণক্ষমতা রয়েছে ৪২ হাজার ৮৮৭ জন। এর বিপরীতে কারাগারগুলোয় বন্দি রয়েছে ৫২ হাজার। এর মধ্যে বিচারের অপেক্ষায় রয়েছে ৩৫ হাজার ৩৩৩ জন হাজতি। সবচেয়ে বেশি বন্দি রয়েছে ঢাকা বিভাগে। এখানে ১৩ হাজার ৩০০ ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ১৬ হাজার ৯০০। এর পরই চট্টগ্রামের অবস্থান। বিভাগটিতে ৬ হাজার ৯৫০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ১১ হাজার। সর্বোচ্চ বন্দি বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এখানে ৪ হাজার ১৮০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ৮ হাজার। এছাড়া বরিশাল বিভাগে দুই হাজার ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ২ হাজার ১০০ জন। আর ময়মনসিংহে ১ হাজার ৮০০ ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে আড়াই হাজার।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলে, ‘বর্তমানে বেশ কয়েকটি কারাগারে ধারণক্ষমতার কম বন্দি রয়েছে। আবার কিছু কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি রয়েছে। তবে সচরাচর দেশের কারাগারগুলোয় ধারণক্ষমতার বেশি বন্দিই থাকে। এবারই প্রথম ধারণক্ষমতার কম বন্দি রয়েছে কিছু কারাগারে।’

অভ্যুত্থানের আগে গত ৩১ জুলাই দেশের কারাগারগুলোয় বন্দি ছিল ৭৯ হাজার ১৬২ জন। এর মধ্যে বিচারের অপেক্ষায় থাকা হাজতি বন্দির সংখ্যা ছিল ৫৯ হাজার ৬৬৫। আর গত ১৬ জুন দেশের কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ৬৩ হাজার ১৮০। এর মধ্যে হাজতি ছিল ৪৪ হাজার ৮৪৫ জন।


তথ্যসূত্র:
১. ধারণক্ষমতার চেয়ে ২২ শতাংশ বেশি বন্দি দেশের কারাগারগুলোয়
-https://tinyurl.com/mwx2h6ku

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজরিপ হলেও কূপ খননের অবহেলায় বাড়েনি গ্যাসের মজুদ
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬১, মোট নিহত ছাড়াল ৪২ হাজার ১০০