সোমালিয়ায় শাবাবের দুঃসাহসী অভিযান: ৭ অফিসার সহ নিহত ৫১

0
278

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যে দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিন এবং পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর মাঝে তীব্র এক লড়াই সংঘটিত হয়েছে। এতে মোগাদিশু বাহিনীর অন্তত ১২৩ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র সংঘাত অব্যাহত থাকার মধ্যেই অঞ্চলটির অধিকাংশ এলাকার উপর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন হারাকাতুশ শাবাব প্রশাসন। মুজাহিদদের নিয়ন্ত্রিত এই এলাকাগুলো দখলের জন্য পশ্চিমা ও মিত্র দেশগুলোর সহায়তা নিয়েও বারবার ব্যর্থ হয়েছে মোগাদিশু বাহিনী। গত ৬ নভেম্বর সন্ধ্যায়ও মোগাদিশু বাহিনী এমনই একটি ব্যর্থ আক্রমণের চেষ্টা করেছে জুবা রাজ্যের কেন্দ্রীয় শহর কিসমায়ো শহরের উপকণ্ঠে।

শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা যায়, শাবাব প্রশাসনের নিয়ন্ত্রিত কিসমায়ো শহরের বিরহানী এবং জানাই-আব্দি এলাকায় উক্ত ব্যর্থ আক্রমণটি চালানো হয়। শাবাব নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে মোগাদিশু বাহিনীর এই অগ্রসরের খবর পেয়েই মুজাহিদগণ পাল্টা জবাব দিতে প্রস্তুত হয়ে যান। আর মোগাদিশু বাহিনী শহরের উপকণ্ঠে আসা মাত্রই মুজাহিদগণ শত্রু বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালান।

হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা পাল্টা আক্রমণ শুরু করলে মোগাদিশু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। কিসমায়ো শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কয়েক ঘন্টাব্যাপী এই যুদ্ধে মোগাদিশু বাহিনীর ৭ উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত ৫১ সৈন্য নিহত হয়। এসময় শত্রু বাহিনীর আরও ৭২ এরও বেশি সৈন্য আহত হয়। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার শত্রু বাহিনীর অন্য সৈন্যরা কিসমায়ো শহরের দিকে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থলে মোগাদিশু বাহিনীর ফেলে যাওয়া অসংখ্য অস্ত্র শস্ত্র এবং গোলাবারুদ ভর্তি বাক্স গনিমত হিসাবে অর্জন করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে ছাত্রদলের পোস্টারিং, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবিগত ৩ বছরে অকেজো সামরিক যানসমূহের ৭০ শতাংশ সচল করেছে তালেবান সেনাবাহিনী