
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকন্ঠে হারাকাতুশ শাবাব মুজাহিদিনের ২টি পৃথক অভিযানে অন্তত ১১ শত্রু সেনা নিহত এবং ১২ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির সূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা বালাদ শহর এবং মোগাদিশুর মধ্যবর্তী হারিরি-আদেল এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার ১৮ মার্চ, এই এলাকায় মুজাহিদদের উপর হামলার জন্য জড়ো হওয়া মোগাদিশু বাহিনীর একটি দলের উপর মুজাহিদিনরা অতর্কিত আক্রমণটি পরিচালনা করেন।
ফলশ্রুতিতে মুজাহিদদের এই অতর্কিত আক্রমণে মোগাদিশু বাহিনীর ৬ সৈন্য নিহত এবং ১২ সৈন্য আহত হয়। এই অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ২টি পিকেএম মেশিনগান, ১টি আরপিজি রকেট লঞ্চার এবং বেশ কয়েকটি Ak47 রাইফেল গনিমত হিসেবে জব্দ করেন।
এদিন রাজধানীর নিকটতম মধ্য শাবেলির আদলি জেলার উপকণ্ঠে অবস্থিত নুর-ঘাব এলাকায়ও একটি অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। অভিযানটি এই এলাকার দিক থেকে রাজধানীর দিকে শাবাবের অগ্রগতি প্রতিহত করার লক্ষ্যে নিয়োজিত শত্রু সেনাবাহিনীকে টার্গেট করে চালানো হয়। পরে এই এলাকায় মোগাদিশু বাহিনীর সাথে সংক্ষিপ্ত একটি তীব্র লড়াই সংঘটিত হয়। এতে মোগাদিশু বাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত হয়, যাদের মধ্যে ৫ সেনার মৃতদেহ যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে যায় মোগাদিশু বাহিনীর অন্য সদস্যরা।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/wj3je4ft