বুরকিনায় জান্তা বাহিনীর ৫টি অবস্থানে মুজাহিদদের বিক্ষিপ্ত অভিযান: অন্তত ৮ শত্রু সেনা নিহত

0
183

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একই রাজ্যের ৫টি গ্রামে পৃথক অভিযান পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে এই হামলাগুলো চালানো হয়েছে। মুজাহিদদের এসকল হামলার লক্ষ্যবস্তু ছিলো কোলবেলোগো রাজ্যের কোবরি, লের্গা, নায়ানগাদি, বেটো এবং লাগাই গ্রামে অবস্থিত জান্তা বাহিনীর সামরিক অবস্থানগুলো। মুজাহিদদের বিক্ষিপ্ত এসকল অভিযানে বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু জান্তা সদস্য হতাহত হয়।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, মুজাহিদদের এই অভিযানগুলোতে অন্তত ৮ জান্তা সদস্য নিহত হয়েছে। বিপরীতে মুজাহিদিনরা গনিমত হিসাবে পেয়েছেন ১টি পিকা অস্ত্র, ১টি আরপিজি, ১২টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল, ৫টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/478cvkyu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডাকাতের ছবি তোলায় ফটো সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিল ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধসীমান্তপথে ‘র’ ও আওয়ামীদের বিপজ্জনক আসা-যাওয়া