পাকিস্তানে সামরিক বাহিনীর উপর টিটিপির ২টি সফল অভিযান: অন্তত ৩০ শত্রু সেনা হতাহত

0
102

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদিনরা। এতে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৩০ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

ভয়েস অফ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, গত ৭ এপ্রিল সোমবার, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনী ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে দীর্ঘ এক লড়াই সংঘটিত হয়েছে। ওয়াজিরিস্তানের ডুয়াতওয়ে সীমান্তের পাসুর এলাকায় উভয় বাহিনীর মাঝে কয়েক ঘন্টা যাবত এই লড়াই সংঘটিত হয়। এসময় টিটিপির মুজাহিদিনরা বীরত্বের সাথে পাকিস্তান সামরিক বাহিনীর মোকাবিলা করেন।

ফলশ্রুতিতে মুজাহিদদের তীব্র আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ১৫ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। বিপরীতে শত্রু বাহিনীর গুলিতে “হেদায়েত” নামে টিটিপির একজন মুজাহিদ শহিদ এবং অন্য একজন মুজাহিদ আহত হন।

এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানের তুই-খুলা নামক সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও মুজাহিদদের মধ্যে আরও একটি লড়াই সংঘটিত হয়। এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে টিটিপির অতর্কিত আক্রমণের মধ্য দিয়ে লড়াইটি শুরু। এসময় সীমান্ত অঞ্চলে উভয় বাহিনীর মাঝে তীব্র লড়াই সংঘটিত হয়।

টিটিপির মুজাহিদিনরা তাদের “হিট-এন্ড-রান” কৌশলী আক্রমণের মাধ্যমে সামরিক কনভয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। ফলশ্রুতিতে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ১৫ সৈন্য হতাহত হয় এবং অন্যরা কনভয় নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3h4nzrfd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান কর্তৃক শরণার্থীদের সম্পদ বাজেয়াপ্তকরণ ও জোরপূর্বক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালিবান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বাঘলান প্রদেশে বিগত এক বছরে ৮২টি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন