সোমালিয়ায় শাবাবের অভিযানে বিপর্যস্ত তুর্কি-প্রশিক্ষিত গরগর ফোর্স: নিহত ৪২ সেনা

0
166

হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সাম্প্রতিক যুদ্ধে তুর্কি ও মার্কিন প্রশিক্ষিত মোগাদিশু সরকারের স্পেশাল সশস্ত্র ইউনিটগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আশ-শাবাব এই অঞ্চলে মোগাদিশু সরকারের সশস্ত্র ইউনিটগুলোকে ধ্বংসের বিষয়ে গত ১১ এপ্রিল শুক্রবার নতুন একটি লাইভ ফুটেজ প্রকাশ করেছে।

হারাকাতুশ শাবাবের অন্যতম মিডিয়া শাখা আল-কাতায়েব থেকে প্রকাশিত দীর্ঘ ৬ মিনিটের লাইভ ফুটেজটি গত ৮ এপ্রিল মঙ্গলবার মধ্য শাবেলী রাজ্যের আলী গুদুদ শহরের উপকণ্ঠে সংঘটিত যুদ্ধক্ষেত্র থেকে ধারণ করা হয়েছে। ফুটেজটিতে শহরের উপকণ্ঠে ওয়ার্তা ডিজি নামক এলাকায় তুর্কি-প্রশিক্ষিত মোগাদিশু সরকারের স্পেশাল ফোর্সের ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত তীব্র আক্রমণের দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। এই যুদ্ধে মুজাহিদদের হাতে তুর্কি-প্রশিক্ষিত গরগর ফোর্সের অন্তত ৪২ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। সেই সাথে বেশ কিছু সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়। এই অভিযান শেষে মুজাহিদিনরা সামরিক ঘাঁটি থেকে মোগাদিশু বাহিনীর জন্য তুরস্কের পাঠানো AK-47 রাইফেল, PKM মেশিনগান সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

উল্লেখ্য যে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত মার্চ মাসের ২৬ তারিখ বুধবার, আলী গুদুদ শহরের নিয়ন্ত্রণ নেন। এরপর টানা ১৫ দিন ধরে শহরটি পুনর্দখলের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিমান সহায়তায় এই অঞ্চলে আগ্রাসন চালায় মোগাদিশু বাহিনী। কিন্তু মুজাহিদদের পাল্টা আক্রমণে শহরের উপকণ্ঠে প্রতিদিন মোগাদিশু বাহিনীতে কফিনের সংখ্যাই বাড়তে থাকে এবং পরাজিত সৈন্যরা পালাতে থাকে। আর মুজাহিদিনরা আরও দৃঢ়তার সাথে তাদের বিজিত এলাকাগুলোর উপর নিয়ন্ত্রণ মজবুত করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2u7afnz5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে শত্রু ঘাঁটিতে মুজাহিদদের ভারী আক্রমণ: বহু শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধহামলা চালিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা