
ভারতীয় বাহিনীর অব্যাহত দমন-পীড়নের মধ্যে গত মে মাসে কাশ্মীরের ১৭ মুসলিম শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজন নারীও আছেন। ০১ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদনে এই মর্মস্পর্শী তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শহীদদের মধ্যে আটজন কাশ্মীরিকে ভারতীয় বাহিনী ভুয়া এনকাউন্টার এবং হেফাজতে হত্যা করেছে। তাদের নিখোঁজ বা বন্দি করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।
এর পাশাপাশি কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করতে ভারতীয় বাহিনী ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। এই মাসে ২৩৬টি ঘেরাও ও তল্লাশি অভিযান এবং বাড়িঘরে অভিযান চালিয়ে ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর বর্বর বলপ্রয়োগের ফলে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
এছাড়াও ভারতের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন কাশ্মীরিদের জমি ও বাড়ি সহ ১১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যা এই অঞ্চলের শান্তিপূর্ণ বাসিন্দাদের উপর আরও একটি আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Indian troops martyr 17 Kashmiris in May
– https://tinyurl.com/yjrn3wjr