
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ক্ষমতায় আসার পর থেকে বিগত ৪ বছরে সর্বমোট ৫০ লাখ ৯৭ হাজার শরণার্থী দেশে ফিরে এসেছেন। শরণার্থীদের অধিকাংশই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে প্রত্যাবর্তিত হয়েছেন। ইমারতে ইসলামিয়ার শরণার্থী মন্ত্রণালয় সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রদান করেছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিগত ২ মাসে ইরান ও পাকিস্তান থেকে ২ লাখ ৬৮ হাজার আফগান নাগরিক স্বদেশে ফেরত এসেছেন।
বিগত ৪ বছরে বিভিন্ন সময়ে ইরান ও পাকিস্তান হতে বাধ্যতামূলক বহিষ্কারের স্বীকার হয়েছেন অসংখ্য আফগান শরণার্থী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও ইমারতে ইসলামিয়া সরকার জোরপূর্বক এই নির্বাসনের তীব্র নিন্দা জানিয়ে এসেছে।
তবে শরণার্থীদের নিবন্ধন, স্বাস্থ্যসেবা, স্থায়ী ও অস্থায়ী বসতি স্থাপন, নগদ অর্থ সহায়তা, স্বাবলম্বীকরণ, বিভিন্ন প্রদেশে স্থানান্তর সহজতর করা সহ নানাবিধ সুযোগ-সুবিধা সরবরাহ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এছাড়া ইতোমধ্যে বিভিন্ন প্রদেশে শরণার্থীদের জন্য জমি বরাদ্দ করা শুরু করেছে ইমারতে ইসলামিয়া সরকার।
তথ্যসূত্র:
1. over 5 million refugees repatriated after advent of the IEA
– https://tinyurl.com/3vvaue3c