
ঈদুল আজহার দিনে আসামের বিভিন্ন স্থানে গরু জবাই করার কারণে ১৬ মুসলিমকে গ্রেফতার করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। এলাকায় গরুর অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়ার পর তাদের গ্রেফতার করে, যার ফলে কিছু এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে।
আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানায়, ‘আসামের বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে গরু জবাই এবং গরুর অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের বিরক্তিকর ঘটনা ঘটেছে, এ ঘটনায় মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেউ যদি আইন ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৮ জুন মুসলিম মিরর জানিয়েছে, ঈদের দিন রাতে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো পাওয়ার অভিযোগে হিন্দুত্ববাদীরা এলাকার রাস্তা অবরোধ করে। এর প্রতিক্রিয়ায় মুসলিম বাসিন্দারাও রাস্তা অবরোধ করে, যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।
এছাড়া, গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের কাছে গোলকগঞ্জের নালিয়ায় একটি মন্দিরের কাছে মাংস ছুঁড়ে ফেলার অভিযোগে হিন্দুত্ববাদীরা উত্তেজনা সৃষ্টি করছে। পুলিশ প্যাকেটের মাংস নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
তথ্যসূত্র:
1. 16 Arrested for Illegal Cattle Slaughter During Eid, says Assam CM
– https://tinyurl.com/yd3xx4nt