
২১ জুন, শনিবার দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। “ট্রু প্রমিস অপারেশন থ্রি”-এর অধীনে এই হামলা পরিচালিত হয়েছে। অভিযানে শাহেদ ১৩৬ এর মতো আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহৃত হয় সলিড ও লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় সন্ত্রাসী ইসরায়েলের বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক লজিস্টিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিবৃতি অনুসারে, আইআরজিসি বেন গুরিওন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগলো সফলভাবে ধ্বংস করেছে। সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ডজনের বেশি শাহেদ-১৩৬ ড্রোন ইসরায়েলি আকাশে চক্কর দিলেও দেশটির সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিরোধে ব্যর্থ হয়।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, হামলায় কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ৬টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়।
বিশ্লেষকদের মতে, বেঙ্গুরিয়ন বিমানবন্দরের উপর সরাসরি আঘাত ইসরায়েলের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। এরমধ্যে বন্দরনগরী হাইফাতে আঘাত হানা এক ক্ষেপণাস্ত্রে ৩ জন আহত হয়েছে বলেও স্বীকার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী।
তথ্যসূত্র:
1. Iranian Missile Attack Strikes Ben Gurion Airport
– https://tinyurl.com/5n79ccbj
2. Iran attacks Ben Gurion Airport, military centers in Israel
– https://tinyurl.com/2hbp4eea