
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মুজাহিদদের বিরুদ্ধে পরিচালিত দেশটির জালিম সেনাবাহিনীর একটি অভিযান ব্যর্থ করেছেন মুজাহিদিনরা। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অনেক সদস্য হতাহতের শিকার হয় এবং ২টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়।
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) কেন্দ্রীয় মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ’র জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, গত ২১ জুন মধ্যরাতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে জালিম সেনাবাহিনী ও (আইএমপি) মুজাহিদদের মধ্যে একটি তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঞ্চলটির ওয়ানা কালোশা এলাকায় মুজাহিদদের একটি অবস্থানে শত্রু সেনাবাহিনী একটি সামরিক আগ্রাসন চালালে এই সংঘর্ষ শুরু হয়। এসময় মুজাহিদিনরা শত্রুর অবরোধ ভাঙতে তীব্র প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।
অবশেষে সকাল নাগাদ অবরুদ্ধ মুজাহিদদের মুক্ত করতে সংঘর্ষের এলাকায় এসে পৌঁছান ‘আইএমপি’ জোটভুক্ত মুজাহিদদের অন্য একটি ইউনিট। মুজাহিদদের এই দলটি পাকিস্তান জালিম সেনাবাহিনীর উপর পাল্টা ভারী আক্রমণ চালাতে শুরু করেন। এতে জালিম বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে হতাহত এসব সৈন্যদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে। বাকি সৈন্যরা জীবন বাঁচাতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এসময় মুজাহিদদের তীব্র পাল্টা আক্রমণে শত্রু বাহিনীর ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়। সেই সাথে মুজাহিদিনরা শত্রুর অবরোধ ভেঙে নিরাপদে তাদের কেন্দ্রে ফিরে যান, সাথে নিয়ে যান গনিমত হিসাবে অর্জিত বেশ কিছু ক্লাশিনকোভ ও অন্যান্য অস্ত্র। এই সংঘর্ষের দীর্ঘ সময় পর পাকিস্তান সামরিক বাহিনীর ২টি হেলিকপ্টার হতাহত শত্রু সৈন্যদের সরি নিতে ঘটনাস্থলে অবতরণ করে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5n7p9dvb