ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

0
275

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান।
যুক্তরাষ্ট্রের একাধিক বি-২ স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে শনিবার প্রশান্ত মহাসাগরের দিকে এসে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বেধে দেওয়া নির্ধারিত সময়সীমা দুই সপ্তাহের আগে ও কয়েকদিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করল। এতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে।

হামলার পর এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোরদো পারমাণবিক কেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। হামলার পরই ইরানের পাল্টা হামলার ভয়ে মার্কিন বোমারু বিমানগুলো পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে এগুলো দ্রুত গুয়ামের মার্কিন ঘাঁটির দিকে পালিয়ে গেছে।

মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ৩ হাজার পাউন্ডের বিশাল বোমা বহনে সক্ষম, যা দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়। সাবমেরিনগুলোর অবস্থান ছিল প্রায় ৪০০ মাইল দূরে।


তথ্যসূত্র:
1. US B-2 bombers involved in Iran strikes, U.S. official says
– https://tinyurl.com/2mfpmjej
2. LIVE: Trump says US has bombed Iran’s Fordow, Isfahan, Natanz nuclear sites
– https://tinyurl.com/49p3dw5y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার সাইরেনও বাজল না, সরাসরি আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের
পরবর্তী নিবন্ধ৩০ মিনিটের ব্যবধানে ২৭ ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমান চলাচল বন্ধ করল দখলদার ইসরায়েল