
ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরসেবাতে তিনজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। দখলদার ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
টাইমস অব ইসরায়েলের খবর বলা হয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর এবং বাকী ছয় জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বীরসেবাতে যে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আর কোনো হতাহত রয়েছে কিনা তা খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালাচ্ছে মেডিকেল কর্মীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানিয়েছে, যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উড়ছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ভবনের ভেতর ঢোকার পর আমরা একজন নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় পাই।
এর আগে, দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরান থেকে আজ সকালে পাঁচটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে।
তথ্যসূত্র:
1. 3 killed in Beersheba missile strike
– https://tinyurl.com/4j78kama
2. The Latest: Iranian missile strikes kill 4 in southern Israel as ceasefire deadline is reached
– https://tinyurl.com/mrv2r2jn