
২৩ জুন, সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৩ জন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ২০ জন ত্রাণপ্রার্থীও ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন।
ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় কমপক্ষে ৪৩ জন শহীদ হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে শহীদ মোট ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার নিহত ৪৩ জনের মধ্যে কমপক্ষে ২০ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন যারা নিজেদের পরিবারের জন্য ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে। জাতিসংঘ এই ফাইন্ডেশনকে ‘গণহত্যার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে।
প্রাণঘাতী এসব হামলার শিকার হচ্ছেন মূলত ক্ষুধার্ত সাধারণ মানুষ, যারা পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব বিতরণ কেন্দ্রে যাচ্ছেন। অনেকে এসব স্থানকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন। কারণ দিন দিন গাজার খাদ্যসংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
গত ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি শহীদ এবং প্রায় ১ হাজার জন আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1.Israel kills at least 43 Palestinians in Gaza, including aid seekers
– https://tinyurl.com/fp4zy6ef