
পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগো রাজ্যে অতর্কিত আক্রমণের মাধ্যমে জান্তা বাহিনীর ২টি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা।
আয-যাল্লাকা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত ২৪ জুন মঙ্গলবার রাতে, মালির সেগো রাজ্যের কোনোবোগু এলাকায় জান্তা বাহিনীর দুটি সামরিক পোস্টে অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। জান্তা বাহিনীর ঘাঁটিগুলোতে এই জোড়া হামলায় অংশ নেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) অর্ধশতাধিক মুজাহিদ। রাজধানী বামাকো থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত কোনোবোগু এলাকায় ‘জেএনআইএম’ এর পরিচালিত উক্ত অভিযানে অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়। এছাড়াও শত্রু বাহিনীর ৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়। এসময় অন্য জান্তা সদস্যরা মুজাহিদদের তীব্র আক্রমণের সামনে টিকতে না পেরে জীবন বাঁচাতে সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়, যখন ঘটনাস্থলে ১ সেনার মৃতদেহ ফেলে রেখেই সামরিক পোস্টগুলো খালি করে জান্তা বাহিনী।
মালির জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা উভয় সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন, এরমধ্যে রয়েছে ২টি রাইফেল, ১টি ক্লাশিনকোভ, ১টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc7yytfh