বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুই জন নিহত

1
55

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল আবারো লেবাননের শান্তিপূর্ণ সীমান্ত অঞ্চলে রক্ত ঝরিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে আজ ২৬ জুন, বৃহস্পতিবার ভোরে দুটি পৃথক ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই নিরীহ মানুষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, প্রথম হামলাটি চালানো হয় দক্ষিণ লেবাননের শাকরা ও বারাশিত শহরের মাঝামাঝি এলাকায় একটি বুলডোজার লক্ষ্য করে। এই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক কর্মী। কিছু সময় পর দ্বিতীয় ড্রোন হামলা চালানো হয় বেইত লিফ নামক শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে, যেখানে আরও একজন নিহত হন।

যদিও ২০২৩ সালের নভেম্বরে লেবাননের হিজবুল্লাহ এবং ইহুদিবাদী দখলদার পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তথাপি সেই চুক্তিকে অমান্য করে চলছে বর্বর ইসরায়েলি আগ্রাসন। গত কয়েক মাস ধরেই লেবাননের দক্ষিণ সীমান্তজুড়ে নিয়মিত ড্রোন ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল, যেখানে নিহত হচ্ছেন লেবাননের সাধারণ মানুষ।

এ ধরনের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রমের পেছনে পশ্চিমা রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর সমর্থন এক বিশাল ভূমিকা পালন করছে। ইসলামবিদ্বেষী পশ্চিমাদের এ নির্লজ্জ পক্ষপাতিত্বই দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আরও হিংস্র করে তুলছে।

ইসলামি ভূখণ্ড ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ইহুদিবাদী দখলদার পক্ষের নির্লজ্জ আগ্রাসন এবং পশ্চিমাদের প্রকাশ্য সহযোগিতা—আজ তা আর কোনো কল্পনা নয়, বরং বাস্তব ও প্রতিদিনকার চিত্র। লেবাননের সীমান্তে রক্তপাত, গাজার গৃহহীন মানুষ, কিংবা পশ্চিম তীরে শিশু হত্যার পেছনে রয়েছে একই নির্মমতা—ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্র ইসলামবিদ্বেষী পশ্চিমা শক্তিগুলো।


তথ্যসূত্র:
1.Two killed in separate Israeli attacks on Lebanon
– https://tinyurl.com/5jxa5cy2

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || জুন ৪র্থ সপ্তাহ, ২০২৫ ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধবুরকিনায় ৪টি শত্রু সামরিক চৌকিতে মুজাহিদদের হামলা: অন্তত ২৩ শত্রু সেনা নিহত