
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। ২৮ জুন, শনিবার গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শী ও আল-শিফা হাসপাতালের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গাজা নগরে একটি স্টেডিয়ামের অদূরে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হন। উদ্বাস্তু হাজারো ফিলিস্তিনি তাঁবু গেড়ে ওই স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন।
বিবিসির যাচাই করা ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, হামলার পর লোকজন খালি হাতে মাটি খুঁড়ে মরদেহ খুঁজছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা কয়েকজন সেখানে বসে ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আহমেদ কিশাউই নামের এই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এখানে পুরো এলাকা তাঁবুতে পূর্ণ। এখন সেসব তাঁবু বালুর নিচে তলিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এখানে তো কোনো সন্ত্রাসী নেই। কিন্ত শিশুসহ সাধারণ মানুষের প্রতি কোনো দয়া না দেখিয়ে হামলা চালানো হচ্ছে।’
আল–মাওয়াসি এলাকায় আবাসিক ভবন ও তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ১৪ জন নিহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকটি শিশুও আছে। নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজন মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, হামলা যখন হয়, তখন শিশুদের নিয়ে মানুষগুলো ঘুমাচ্ছিল।
হামলায় নিহত শিশুদের দাদি সৌদ আবু তেইমা নামের প্রবীণ এক নারী বলেন, ‘এই শিশুরা তাদের (ইসরায়েলের) কী ক্ষতি করেছে? তাঁদের কী অপরাধ ছিল?’
জাফা স্কুলের অদূরে তুফাহ নামের একটি এলাকায় বিমান থেকে বোমা ফেলে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। সেখানে শত শত উদ্বাস্তু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই হামলায় অন্তত আটজন নিহত হন। তাদের মধ্যে পাঁচটিই শিশু।
মোহাম্মদ হাবিব নামে একজন রয়টার্সকে জানান, হামলায় তাঁর বাবা, ভাতিজা ও প্রতিবেশী কয়েকটি শিশু নিহত হন। তাঁর প্রশ্ন, ‘আমরা তাদের (ইসারয়েলের) কিছুই করিনি, তাহলে কেন তারা আমাদের ক্ষতি করছে? আমরা কী তাদের কোনো ক্ষতি করেছি। আমরা তো সাধারণ মানুষ।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. At least 81 people killed in Israeli strikes in Gaza, Hamas-run health ministry says
– https://tinyurl.com/y3rcw2rx
2. Gaza health ministry says 81 people killed by Israel in past 24 hours
– https://tinyurl.com/mr3ndyxz