যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

0
43

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্যান অ্যান্টোনিও শহরে টানা ভারী বৃষ্টিপাতের পর ৪ জুলাই, শুক্রবার ভোররাতে গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে এ বন্যা হয়। বন্যায় নদীঘেঁষা একাধিক এলাকা প্লাবিত হয় এবং বহু মানুষ পানির প্রবল স্রোতে আটকা পড়ে।

পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান বালিকাশিবির নিশ্চিত করেছে যে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছে। এখনো ১০ জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছে।

অবিরাম বৃষ্টিপাত ও ভেজা মাটির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। পানির ধাক্কায় বহু এলাকা এখনও বিচ্ছিন্ন, ফলে নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যেতে হচ্ছে বিশেষ সতর্কতায়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

মৃতদের মধ্যে ৮৪ জন কের কাউন্টির বাসিন্দা। যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।


তথ্যসূত্র:
1. Live Updates: Texas Flood Death Toll Tops 100 With More Rain to Fall
– https://tinyurl.com/mrpunbk4
2. Death toll from catastrophic flooding in Texas over the July Fourth weekend surpasses 100
– https://tinyurl.com/y54ch7vn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনেই শহীদ ১০৫ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধগাজার প্রতিরোধ যোদ্ধাদের বোমায় নিহত ৫ দখলদার, আহত ১৪