
ইমারতে ইসলামিয়ার ২০৫ তম আল-বদর কোরে সম্প্রতি ৭০০ জন কর্মী সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের এই কর্মসূচিতে সদস্যগণ সামরিক, পেশাগত ও আদর্শগত প্রশিক্ষণ লাভ করেছেন। এটি ছিল আল-বদর কোরের ৮ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি।
এই উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী তাজ মুহাম্মদ রাহবার হাফিযাহুল্লাহ। এছাড়া আল-বদর কোরের ডেপুটি জব্বার আগা সাহিব হাফিযাহুল্লাহ এবং চিফ অব স্টাফ মৌলভী নকিবুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহ এতে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানের বক্তব্যে আমিরের প্রতি আনুগত্যের গুরুত্ব তুলে ধরেছেন কর্মকর্তাগণ। এছাড়া আপন দায়িত্ব যথাযথভাবে পালন ও প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগের প্রতি তারা আহ্বান জানান।
অপরদিকে, ইসলাম ও দেশ রক্ষায় দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুতি ব্যক্ত করেছেন প্রশিক্ষণ লাভকারী সেনাসদস্যগণ।
সংবর্ধনা অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র:
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4hrt5hrp