ভিডিও || সাহসীকতার অনন্য নজির স্থাপন করে চলছেন অবরুদ্ধ গাজার বীর মুজাহিদিনরা

0
233

অবরুদ্ধ গাজা থেকে বিশ্বকে বীরত্ব আর সাহসিকতার সবক শিখিয়ে যাচ্ছেন বীর মুজাহিদিনরা। সেই ধারাবাহিকতায় এবার দেখা গেলো একজন অকুতোভয় মুজাহিদ জায়োনিস্ট বাহিনীর সাঁজোয়া যানের উপর উঠে তার ভেতরে একটি বিস্ফোরক নিক্ষেপ করছেন এবং তা সফলভাবে বিস্ফোরণ ঘটাচ্ছেন।

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড, সোমবার ২৮ জুলাই, দক্ষিণ গাজা থেকে প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওটি গাজার খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকা থেকে ধারণ করা হয়েছে, যেখানে গত ২৬ জুলাই শনিবার, মুজাহিদিনরা জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর যানবাহন লক্ষ্য করে একটি দুঃসাহসী অভিযান পরিচালনা করছিলেন।

আল-কাসসাম ব্রিগেডের সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর ৫টি সামরিক যান নিয়ে ঘটিত একটি দলের উপর হামলা চালাচ্ছেন। এসময় মুজাহিদিনরা প্রথমে জায়োনিস্ট বাহিনীর দুটি এপিসিকে দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। এরমধ্যে একটি এপিসি লক্ষ্যবস্তু করার সময় দেখা যায়, একজন মুজাহিদ দৌড়ে গিয়ে এপিসির উপরে উঠে পড়েন এবং তার হাতে থাকা বিস্ফোরকটি ককপিটে দিয়ে ভিতরে সফলভাবে বিস্ফোরণ ঘটান। তারপর তৃতীয় একটি সামরিক যানকে মুজাহিদিনরা “ইয়াসিন ১০৫” ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেন।

এই হামলার পর ঘটনাস্থলে জায়োনিস্ট বাহিনীর উদ্ধারকারী দলগুলো এসে পৌঁছায়। কিন্তু যানবাহনের ভিতরে বিস্ফোরণের ফলে সৃষ্টি আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান ব্যর্থ হয়। তখন মাটি খননকারী এক্সকেভেটর দিয়ে বিস্ফোরিত যানবাহনগুলির আগুন নিভানোর জন্য মাটি দিয়ে সেগুলো চাপা দেওয়া হয়। পরবর্তীতে হতাহত জায়োনিস্ট সৈন্যদের সরিয়ে নিতে ঘটনাস্থলে সামরিক হেলিকপ্টার অবতরণ করে।

এই হামলার পর, জায়োনিস্ট বাহিনী দাবি করে যে, মুজাহিদদের পরিচালিত শনিবারের অভিযানে তাদের ৩ সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকটি সৈন্য আহত হয়েছে। যদিও ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও ও হামলার তীব্রতা বলছে ভিন্ন কিছু।

ভিডিও দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/you-get-scenes-of-the-khan-younis-ambush

https://x.com/AJA_Palestine/status/1949791079575732375?t=28Jd-nA863EdNKtXoQBCMw&s=19

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি অবরোধে অনাহারে শহীদ হল ১৪ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধভোলায় হঠাৎ জোয়ারের পানিতে ভেঙে গেছে রাস্তা; তীব্র দূর্ভোগে এলাকাবাসী