ভোলায় হঠাৎ জোয়ারের পানিতে ভেঙে গেছে রাস্তা; তীব্র দূর্ভোগে এলাকাবাসী

0
20

নিম্নচাপের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের আঘাতে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের রাস্তাটির চার কিলোমিটার ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরবাসীর দুর্ভোগ বেড়েছে।

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে, শুক্রবার (২৫ জুলাই) সকালে‎ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এতে তীব্র জোয়ারের ধাক্কায় উপজেলার ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের রাস্তাটি ভেঙে যায়। ফলে এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও জরুরি সেবার ওপর প্রভাব পড়েছে।

২৯ মে নিম্নচাপের প্রভাবে জোয়ারের স্রোতে ঢালচর ইউনিয়নের মাঝের চর খাল এলাকার কাঠের ব্রিজসংলগ্ন এলাকা থেকে চর তারুয়া সমুদ্র সৈকত পর্যন্ত রাস্তার প্রায় দুই কিলোমিটার ইটের রাস্তার বিভিন্ন অংশে ভেঙে গেছে।

ঢালচরের স্থানীয় বাসিন্দা আলী হোসেন মাঝি বলেন, কয়েক বছর ধরে ঢালচর নদীভাঙন চলছেই, কাউকে উদ্যোগ নিতে দেখছি না। এছাড়া জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামোগত সমস্যা বেড়েই চলেছে এই চরে। কয়েক বারের জোয়ারের ধাক্কায় আমাদের ঢালচরের একমাত্র ইটের রাস্তাটির ভেঙে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙা স্থানটিতে খালে পরিণত হবে। তাই এই রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।


তথ্যসূত্র:
১. ঢালচর দ্বীপে জোয়ারের পানিতে ভেঙে গেছে রাস্তা, দুর্ভোগ
– https://tinyurl.com/y472a48v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || সাহসীকতার অনন্য নজির স্থাপন করে চলছেন অবরুদ্ধ গাজার বীর মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধমৌলভীবাজার সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে পুশ ইন করলো বিএসএফ