
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীতে মানসিক স্বাস্থ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। গাজা আগ্রাসন শুরুর পর অন্তত ৫০ জন ইসরায়েলি সন্ত্রাসী সেনা আত্মহত্যা করেছে। ৩০ জুলাই, বুধবার ইসরায়েলি দৈনিক হারেৎজ এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মোট ১৭ জন সেনা আত্মহত্যা করেছে, যাদের মধ্যে ৭ জন গাজা যুদ্ধ শুরুর পরপরই নিজেদের জীবন শেষ করে। আর ২০২৪ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত আরও ২৪ জন সেনা আত্মহত্যা করেছে। সামগ্রিকভাবে যুদ্ধকালীন সময়ে প্রায় ৫০ সেনা আত্মহননের পথ বেছে নিয়েছে।
হারেৎজের প্রতিবেদনে দখলদার ইসরায়েলি বাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে, যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসা পাচ্ছে না।
যেসব ইউনিট ‘নিহত সেনাদের মরদেহ শনাক্তে’ কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্যমতে, প্রতি মাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করাতে হচ্ছে।
দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত এবং ছয় হাজার ১৩৪ জন আহত হয়েছে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে। এমনকি অনেক পরিবার দাবি করছে, নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি।
1. Nearly 50 Israeli soldiers commit suicide since Gaza war: Report
-https://tinyurl.com/y2j2dxjt


