ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদিন গত রাতে কাবুল প্রশাসনের একটি সামরিক ইউনিটের উপর জবাবি হামলা চালিয়ে ১১ সৈন্যকে হতাহত করেছেন।
ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গতরাতে মুজাহিদদের উপর হামলা চালানোর উদ্দেশ্যে আসা কাবুল প্রশাসনের একদল সৈন্যের বিরুদ্ধে এই সফল অভিযানটি পরিচালানা করেছেন তালেবান মুজাহিদিন।
মুজাহিদগণ বলখ প্রদেশের নাহরশাহী জেলায় শত্রুবাহিনীর পথ অবরুদ্ধ করে এই অভিযানটি সম্পূর্ণ করেন।
লড়াই চলাকালীন তালেবান মুজাহিদদের হামলায় কাবুল সরকারি বাহিনীর ৮ সৈন্য নিহত এবং অপর ৩ সৈন্য গুরুতর আহত হয়েছে।
এসময় মুজাহিদদের হামলায় কাবুল বাহিনীর একটি ট্যাংক ধ্বংস হয়েছে, আর মুজাহিদগণ গনিমত লাভ করেছেন ১ টি ট্যাঙ্ক, ২টি হ্যাম্বিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
আলহামদুলিল্লাহ