পাকিস্তানের বাজোর এজেন্সিতে দেশটির মুরতাদ সেনাবাহিনীর চেকপোস্টে স্নাইপার হামলা চালিয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান। যার ফলশ্রুতিতে মুরতাদ বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে।
বিশদ মতে, পাকিস্তানের বাজোর এজেন্সির ওয়ারা ম্যামন্ড সীমান্তে অবস্থিত পাকিস্তানী মুরতাদ সেনাদের একটি চেকপোস্টে সেনাদের টার্গেট করে স্নাইপার হামলা চালানো হয়েছে। গত ৯ নভেম্বর পরিচালিত এই স্নাইপার হামলায় ঘটনাস্থলেই এক সেনা সদস্য নিহত হয়। নিহত সৈন্য পোস্টে দাড়িয়ে ছিল।
পাকিস্তান ভিত্তিক সর্ববৃহৎ ও জনপ্রিয় জিহাদী গ্রুপ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে । দলটির কেন্দ্রীয় মুখপাত্র মুহাম্মাদ খোরসানী হাফিজাহুল্লাহ্ দাবি করেছেন যে, হামলায় নিহত সৈন্য দীর্ঘ সময় ধরে চেকপোস্টের বাইরে পড়ে ছিলো, এসময় পোস্টে অবস্থানরত অন্যান্য কাপুরুষ মুরতাদ সৈন্যরা নিহত সৈন্যের দেহ নিতে মুজাহিদদের আতঙ্কে বাইরে আসেনি।