ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালিবান মুজাহিদিন দাইকুন্দি প্রদেশ ও বদাখশান প্রদেশের আরো ২টি জেলা শত্রু মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ্।
গত ১১ জুন শুক্রবার, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এক প্রতিবেদনে জানায়, তালেবান মুজাহিদরা আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের পাতো জেলার কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয়, জেলা পুলিশ দফতর, গোয়েন্দা অধিদপ্তর সহ সকল নিরাপত্তা চৌকি ও অবকাঠামো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।
জানা যায়, তালিবান মুজাহিদরা পাতো জেলা মুক্তকরণ অভিযান পরিচালনা করলে তীব্র আক্রমণের ফলে কাবুল সৈন্যরা মারাত্মক ক্ষয়ক্ষতির স্বীকার হয়ে জেলাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
একই দিনে তালিবান মুজাহিদরা বদখশান প্রদেশের আরঘাঞ্জ কাহওয়া জেলাও কাবুল বাহিনী থেকে বিজয় করতে সক্ষম হয়েছেন। মুজাহিদরা এসময় জেলাটির প্রশাসনিক ভবন ও ৫ টি নিরাপত্তা চৌকির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।
মুজাহিদগণ জেলাটি বিজয়কালে কমপক্ষে ১০ কাবুল সৈন্যকে নিহত করেছেন ও অন্তত ৬ পুতুল সেনাকে অস্ত্রসহ আটক করেছেন। এছাড়াও মুজাহিদরা ৩ টি ট্যাংকসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেছেন।