এক মহিলাকে অপমান করে চড় মারায় পাক-বর্ডার গার্ডকে গুলি করল আফগান তালিবান

5
2004
এক মহিলাকে অপমান করে চড় মারায় পাক-বর্ডার গার্ডকে গুলি করল আফগান তালিবান

পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বা বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে তালিবান মুজাহিদিন।

তালিবান সূত্রগুলো জানায় যে, পাক-সীমান্তবর্তী বাব-দোস্তি ক্রসিং রোড বন্ধ করে দিয়েছেন তালিবান মুজাহিদগণ। গত ৬ জুলাই এক পাক-বর্ডার গার্ড একজন আফগান মহিলাকে চড় মেরেছিল। ফলে আফগান বর্ডারে নিয়োজিত একজন তালিবান মুজাহিদ পাকিস্তানী ঐ বর্ডার গার্ডকে লক্ষ্য করে গুলি করেন।

পাকিস্তানী সেনাদের এমন আচরণের পরই তালিবানরা সীমান্ত গেট অবরোধ করার সীদ্ধান্ত নেন।

এই ঘটনার পর তালিবানদের পক্ষ্য হতে জানানো হয় যে, ইসলামাবাদ যতক্ষণ পর্যন্ত আফগানদের জন্য ভিসা-ফ্রি ভ্রমণ বা ভিসায় প্রয়োজনীয় শর্ত শিথিল না করবে, এবং আফগান জনগণের সাথে উত্তম আচরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের বাব-দোস্তি সীমান্ত বন্ধ রাখবেন তালিবান মুজাহিদগণ।

5 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালিবানরা কুন্দুজ এবং সার-ই-পুল প্রদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন
পরবর্তী নিবন্ধসোমালিয়া | প্রতিরক্ষামন্ত্রীর কনভয়ে মুজাহিদদের বীরত্বপূর্ণ হামলা, ২৬ এরও বেশি মুরতাদ সেনা হতাহত