পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বা বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে তালিবান মুজাহিদিন।
তালিবান সূত্রগুলো জানায় যে, পাক-সীমান্তবর্তী বাব-দোস্তি ক্রসিং রোড বন্ধ করে দিয়েছেন তালিবান মুজাহিদগণ। গত ৬ জুলাই এক পাক-বর্ডার গার্ড একজন আফগান মহিলাকে চড় মেরেছিল। ফলে আফগান বর্ডারে নিয়োজিত একজন তালিবান মুজাহিদ পাকিস্তানী ঐ বর্ডার গার্ডকে লক্ষ্য করে গুলি করেন।
পাকিস্তানী সেনাদের এমন আচরণের পরই তালিবানরা সীমান্ত গেট অবরোধ করার সীদ্ধান্ত নেন।
এই ঘটনার পর তালিবানদের পক্ষ্য হতে জানানো হয় যে, ইসলামাবাদ যতক্ষণ পর্যন্ত আফগানদের জন্য ভিসা-ফ্রি ভ্রমণ বা ভিসায় প্রয়োজনীয় শর্ত শিথিল না করবে, এবং আফগান জনগণের সাথে উত্তম আচরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের বাব-দোস্তি সীমান্ত বন্ধ রাখবেন তালিবান মুজাহিদগণ।
তালেবান মুজাহিদিন পুরাপুরি খেলাফতে রাশেদার প্রতিচ্ছবি। মুসলিম নারিদের একটু অপমানের পাওনা তারা বুঝিয়ে দিল। আলহামদুলিল্লাহ
সকল মুজাহিদরাই মুসলিমদের সম্মান রক্ষার্থে অনড়
Assalamualaikum. Apnader news dekhi. Onek valo laage
উত্তম সিদ্ধান্ত
আল্লাহ সকল মুজাহীদিন ভাইদের নেক হায়াত এবং মওতে শাহাদাত নসীব করুন,