কবরস্তান ধ্বংস করে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে পার্ক বানাচ্ছে ইসরাইল।

0
1336
কবরস্তান ধ্বংস করে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে পার্ক বানাচ্ছে ইসরাইল।

অসহায় ফিলিস্তিনবাসীর উপর বর্বর ইহুদিদের লাগামহীন জুলুম-নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তাদের অমানবিক জুলুম বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্বর ইহুদিরা এখন মৃত মানুষকেও অসম্মান করতে শুরু করেছে!

গতকাল ১০ অক্টোবর দখলদার ইসরাইলি সেনারা জেরুজালেমে ফিলিস্তিনিদের একটি কবরস্তান ধ্বংস করে দিয়েছে। জানা যায়, কবরস্থানের জায়গায় পার্ক নির্মাণ করার জন্য তারা সেখানকার কবরগুলো খুঁড়ে নষ্ট করে দিয়েছে।

আল-আকসা মসজিদের কাছেই আল-ইয়উসুফিয়া মুসলিম কবরস্তানের অবস্থান। বর্বর ইহুদিরা ধ্বংসযজ্ঞ চালানোর পর সেখানে কবরবাসীদের হাড়গোড় ছড়িয়ে পরে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তিদের প্রতি এটিকে জঘন্যতম অসম্মান প্রদর্শন বলে অভিহিত করছেন মুসলিমরা।

তথ্যসূত্র :
——-
১। Israelis Exhuming Muslim Graves In Order To Build A Park! – https://tinyurl.com/2echa8uu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার কুনারের গভর্নরের সঙ্গে উলামাদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ে জমা হল আরও বিপুল পরিমাণ অর্থ