পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানীতে দেশটির গাদ্দার সামরিক বাহিনীর উপর একইদিনে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। যাতে ৬ সেনা সদস্য হতাহত হয়েছে বলেও জানা গেছে।
বিবরণ অনুযায়ী, আজ ৫ নভেম্বর শুক্রবার ভোর বেলায়, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত পশ্চিমাদের গোলাম গাদ্দার সামরিক বাহিনীর ২টি অবস্থানে হামলা চালানো হয়েছে। রাজধানীর হিডেন ও আউদাকলী এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যাতে দেশটির গাদ্দার সামরিক বাহিনীর কমপক্ষে ৩ সেনা সদস্য হতাহত হয়েছে।
এদিন বিকাল বেলায় রাজধানীর হলুদাক এবং হারওয়া জেলায় গাদ্দার সামরিক বাহিনীর অবস্থানে আরও ২টি পৃথক হামলার ঘটনা ঘটেছে। যাতে পশ্চিমাদের গোলাম সামরিক বাহিনীর ২ এরও বেশি সৈন্য নিহত এবং তৃতীয় এক সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম শাহাদাহ্ নিউজ জানিয়েছে যে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এই হামলাগুলো চালিয়েছেন।