সম্প্রতি সোমালিয়ার কেন্দ্রীয় হিরান ও শাবেলি রাজ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। যেখানে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের বিরুদ্ধে ২২টি দেশের সহায়তা নিয়ে অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। বিদেশি মনিবদের এতো বিপুল সমর্থন পাওয়া সত্ত্বেও ভয় আর পরাজয় পিছু ছাড়ছে না সোমালি বাহিনীর।
স্থানীয় সূত্রমতে, সোমালি বাহিনী ও হারাকাতুশ শাবাবের মাঝে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর, শুধু গত ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যেই ৪২টি এলাকায় সোমালি বাহিনীর উপর শতাধিক হামলা চালিয়েছেন শাবাব যোদ্ধারা। যাতে পশ্চিমা সমর্থিত গাদ্দার সোমালি সামরিক বাহিনীর অসংখ্য সৈন্য নিহত এবং আহত হয়েছে। এসব লড়াইয়ের মাধ্যমে শাবাব মুজাহিদিন গাদ্দার বাহিনী থেকে পুনরুদ্ধার করেছেন ৬টি শহর। গণিমত পেয়েছেন অসংখ্য সাঁজোয়া যান, অস্ত্র ও গোলাবারুদ।
সর্বশেষ গত ১৭ ও ১৮ ডিসেম্বর মুজাহিদগণ আরও ২টি শহর পুনরুদ্ধার করেছেন। এরমধ্যে রয়েছে দক্ষিণ সোমালিয়ার শাবেলি রাজ্যের আল-কাউসার শহর। যেখানে মুজাহিদদের তীব্র হামলায় সোমালি বাহিনীর অন্তত ১৯ সৈন্য নিহত এবং আরও ২৩ এর বেশি সৈন্য আহত হয়েছে। বাকিরা শহরটি ছেড়ে পালিয়ে গেছে।
শত্রুর কবল থেকে পুনরুদ্ধার করা দ্বিতীয় শহর হচ্ছে কেন্দ্রীয় হিরানের প্রাদেশিক রাজধানী থেকে ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত তারজান্তি শহর। যেখানে মুজাহিদদের তীব্র লড়াইয়ে সোমালি বাহিনীর ১৪ সৈন্য নিহত এবং আরও ৯ এর বেশি সৈন্য আহত হয়। প্রচণ্ড এই লড়াইয়ে আহত ও অন্য সৈন্যরা প্রাদেশিক রাজধানীর দিকে পালিয়ে যায়। ফলে যুদ্ধ শেষে মুজাহিদগণ অগণিত অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেন আলহামদুলিল্লাহ্।