ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়েছে খাদের আদনান নামে এক ফিলিস্তিনি অধিকারকর্মীর। ইসলামি জিহাদ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।
‘অবৈধভাবে’ বন্দী করার প্রতিবাদে তিন মাস আগে কারাগারে আমরণ অনশন শুরু করেন খাদের। টানা ৮৬ দিন অনাহারে থাকার পর গত ২ মে ইসরাইলি কারাগারে নিজ সেলে মৃত্যুবরণ করেন তিনি।
খাদেরের স্বাস্থ্যের চরম অবনতি হওয়ায় তাকে জামিন দেওয়ার আবেদন জানিয়েছিল তার পরিবার। কিন্তু ইসরাইলী আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানায়।
উল্লেখ্য, খাদেরকে এর আগে আরও ১২ বার গ্রেফতার করেছিল ইসরাইলী বাহিনী। ২০১৫ সালে যখন গ্রেফাতার হন তখনও তিনি অনশন করেছিলেন। একটানা ৫৫ দিন কোনো খাবার গ্রহণ করেননি তিনি।
ওই সময় কথিত ‘প্রশাসনিক আটক’-এর অধীনে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। এই বর্বরোচিত আইনের অধীনে যেসব মুসলিমকে আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখে ইসরাইল।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা হামোকেদের তথ্য অনুযায়ী, ইসরাইলের কারাগারে বর্তমানে পাঁচ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি মুসলিম বন্দী রয়েছেন। কোনো ধরনের অভিযোগ ও বিচার কার্যক্রম ছাড়াই ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরাইল।
তথ্যসূত্র:
——
1. Khader Adnan dies in Israeli prison after 86-day hunger strike
– https://tinyurl.com/f7c349d6
2. Who was Khader Adnan, the Palestinian who died on hunger strike?
– https://tinyurl.com/3vttf9bd
আহ্ !! আল্লাহ আমাদের কে ক্ষমা করুন |