সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিবে দীর্ঘ কয়েক বছর অবরোধের পর, গত ২৭ নভেম্বর আসাদ বাহিনীর বিরুদ্ধে “রদ্দুল উদওয়ান” নামে বড় ধরনের সামরিক অপারেশন শুরু করেছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এই ধারাবাহিকতায় মুজাহিদিনরা গত ৮ দিনে আলেপ্পো, ইদলিব এবং হামা সিটির অন্তত ২৮ হাজার ৫২৫ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।
এদিকে গত ৫ ডিসেম্বর রাতে হামা সিটির কেন্দ্রীয় শহর বিজয়ের পর, রদ্দুল উদওয়ান অপারেশন রুমের সামরিক কমান্ডার হাসান আব্দুল গনি হাফি. মুজাহিদদের প্রতি হোমসের দিকে মার্চ কারার নির্দেশনা জারি করেন। সেই সাথে হোমসের বীর মুজাহিদ জনগণকেও প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। সামরিক কমান্ডের এই নির্দেশনার পর মুজাহিদ বাহিনীগুলো M4 মহাসড়ক হয়ে হোমসের দিকে অগ্রসর হতে শুরু করেন। এই ধারাবাহিকতায় মুজাহিদিনরা ৬ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ হোমসের রাস্তান, তালবিস এবং দারুল-কাবিরা শহর সহ অন্তত ২৩টি এলাকা আসাদ বাহিনী থেকে মুক্ত করতে সক্ষম হন। আর সন্ধ্যা নাগাদ হোমস সিটির কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে অবস্থিত সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর আল-ওআর শত্রু মুক্ত করেন মুজাহিদিনরা। সর্বশেষ তথ্যমতে হোমস প্রদেশের কেন্দ্রীয় শহরে প্রবেশের জন্য শহরের উপকণ্ঠে প্রস্তুত ২০ হাজার প্রতিরোধ যোদ্ধা।
এই রিপোর্ট তৈরি পর্যন্ত সিরিয়ার গুরত্বপূর্ণ আরও কিছু সংবাদ:
– রাজধানী দামেস্কে রাষ্ট্রপতি ভবনে হামলা
– সিরিয়ায় অবস্থিত রুশ দূতাবাস তার নাগরিকদের সিরিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে
– দামেস্কে রেডিও এবং টেলিভিশন স্টেশনে হামলা
– সিরিয়ার দক্ষিনাঞ্চলীয় দারা/দীরা সিটির স্থানীয় সশস্ত্র দলগুলো সন্ধ্যা পর্যন্ত আসাদ বাহিনী থেকে ১৯টি এলাকা এবং সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন
– কুনাইত্রা এবং সুওয়াইদায় স্থানীয় সশস্ত্র দলগুলো আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে
– আসাদ সরকার পূর্ব সিরিয়ার দেইর ইজ-জোর থেকে ৪র্থ ডিভিশন এবং ১৭তম ডিভিশনকে ৪টি শহর থেকে সরিয়ে রাজধানী দামেস্ক রক্ষায় নিয়ে আসছে
أللهم اغفر لهم واعف عنهم وانصرهم على القوم المشركين،وانصرهم على القوم المجرمين وانصر المظلومين في السوريا وفي فلسطينوفي كل مكان من أنحاء العالم
আল্লাহ তায়ালা শামের মুজাহিদদের বিজয়কে পুরো মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর করুন। এবং শামে নতুন আরেকটি নবুয়্যাতের আদলে ইসলামি ইমারাত কায়েমের তাওফীক দান করুন, আমীন।