
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের অগ্রগতি অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার দেশটির মধ্য শাবেলি রাজ্যের ২টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৭ মার্চ শনিবার সকালে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা মধ্য শাবেলি রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা আদান ইয়াবাল শহরের অন্তর্গত ২টি উপশহরে হামলা চালিয়েছেন। জেলাটির বুস-হারির ও আল-কাউসার এলাকায় শাবাব মুজাহিদিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছে। এদিন শুধু বুস-হারির শহরেই মুজাহিদদের হামলায় শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা যায়, অভিযানে ২ কমান্ডার সহ মোগাদিশু বাহিনীর অন্তত ২৪ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ এরও বেশি শত্রু সৈন্য। এছাড়াও কতক শত্রু সৈন্যকে মুজাহিদিনরা বন্দী করতে সক্ষম হয়েছেন।
এই যুদ্ধে শত্রু বাহিনীর ১টি সামরিক যান ধ্বংস হয়ে যায়। সেই সাথে মুজাহিদিনরা দুটি গাড়ি সহ অসংখ্য অস্ত্র শস্ত্র গনিমত লাভ করেন। গনিমতের একটি গাড়ি ২৩-mm এম/টি মেশিনগান দিয়ে সজ্জিত ছিল।
এদিকে বুস-হারির শহরে মুজাহিদদের অভিযান শুরু হওয়ার পর, আল-কাউসার শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা অনেক সৈন্য পালিয়ে যায়। আর অবশিষ্ট সৈন্যরা যখন মুজাহিদদের শহরের দিকে অগ্রসর হতে দেখে, তখন তারাও জীবন বাঁচাতে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের মধ্য দিয়ে, শুক্রবার মুজাহিদিনরা ২টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন।