
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় উপসাগরীয় অঞ্চলে হারাকাতুশ শাবাব মুজাহিদিনের অভিযানে ৯ ইথিওপিয়ান দখলদার সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ সোমবার, সোমালিয়ার বাইদোয়া শহরে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়েছেন। বিস্ফোরণটি এই অঞ্চলে দখলদার ইথিওপিয়ান সেনাবাহিনীর একটি দলকে টার্গেট করে ঘটানো হয়েছে। বিস্ফোরণের সময় ইথিওপিয়ান সেনাবাহিনীর উক্ত দলটি বাইদোয়া শহরের বিমানবন্দরের পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল।
প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বাইদোয়া শহরে মুজাহিদদের উক্ত বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫ জন ইথিওপীয় সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪ ইথিওপিয়ান সৈন্য।
উল্লেখ্য যে, সোমালিয়া ভূখণ্ড জুড়ে বিদেশী আগ্রাসী বাহিনী এবং তাদের সহযোগীদের নিষ্ক্রিয় করতে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র:
1. 9 Askari Itoobiyaan ah oo dhimasho iyo dhaawac ku noqday qarax maanta ka dhacay Baydhabo.
– https://tinyurl.com/2s3kj346