
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লামুতে শত্রু সামরিক কনভয়ে ২টি অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে ২৩ ক্রুসেডার সৈন্য নিহত এবং আরও ১১ এরও বেশি সৈন্য আহত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই শাহাদাহ নিউজ এজেন্সির করা এক রিপোর্ট থেকে জানা যায়, কেনিয়ার ভূখণ্ডে কর্মরত আশ-শাবাব মুজাহিদিনরা গত মঙ্গলবার, লামু রাজ্যে একটি সফল সামরিক অপারেশন পরিচালনা করছেন। রাজ্যটির সানকুউরো শহর ছেড়ে কিয়ুঙ্গা শহরের দিকে অগ্রসর হওয়া কেনিয়ান ক্রুসেডার সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে অতর্কিত অভিযানটি চালানো হয়েছে।
হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের এই অভিযানে ক্রুসেডার কেনিয়ান বাহিনীর কমপক্ষে ২১ সৈন্য নিহত এবং ১১ সৈন্য আহত হয়েছে। এসময় ক্রুসেডার সৈন্যদের
বহনকারী একটি গাড়ি শক্তিশালী বোমা বিস্ফোরণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অন্য একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেনিয়ার লামু রাজ্যের ডেপুটি গভর্নর জর্জ কুবাই হামলার ঘটনাটি নিশ্চিত করেছে, যদিও সে হতাহতের সংখ্যা কমিয়ে বলেছে। ডেপুটি গভর্নর উল্লেখ করেছেন যে, কিয়ুঙ্গা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাদা আবারি নামক একটি এলাকায় কনভয়টিতে হামলা চালানো হয়েছিল।
এই অভিযানের ঠিক একদিন আগে আশ-শাবাব মুজাহিদিনরা গারিসা রাজ্যের ইজারা এবং বোধায়ের মধ্যবর্তী রাস্তায় একই ধরণের একটি সামরিক অপারেশন চালিয়েছেন। ক্রুসেডার বাহিনীর কনভয়ে মুজাহিদদের উক্ত হামলায় অন্তত ২ কেনিয়ান সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়। এসময় মুজাহিদদের আইইডি বোমা বিস্ফোরণে শত্রু বাহিনীর একটি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি আশ-শাবাব মুজাহিদিনরা ক্রুসেডার বাহিনী এবং তাদের অনুসারীদের উপর অভিযান তীব্রতর করেছেন। মুজাহিদিনরা মধ্য ও দক্ষিণ সোমালিয়ার বিশাল অঞ্চল নিয়ন্ত্রণের পাশাপাশি কেনিয়ার সীমান্ত জুড়েও নিয়মিত আক্রমণ চালাচ্ছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/45c3vu8b


