
ইসলামী মূল্যবোধের হেফাজত, নারী অধিকার রক্ষা, জাতিগত বিরোধ নিরসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নৈতিক সংস্কারের লক্ষ্যে একাধিক কার্যক্রম পরিচালনা করে চলেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।
সেই ধারাবাহিকতায় বিগত সপ্তাহজুড়ে আফগানিস্তানের খোস্ত ও জাবুল প্রদেশে ২২২ জন মানসিক রোগী সংগ্রহ করেছেন মন্ত্রণালয়ের কর্মীগণ। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাদেরকে প্রাদেশিক সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া কুফরি ও কালোযাদু দমনের অংশ হিসেবে ৫ জন জাদুকরকে আটক করেছেন মন্ত্রণালয়ের কর্মীগণ। আটককৃতদের শরয়ী বিচারের জন্য বিচার বিষয়ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন।
একইসাথে ব্যবসায়ী ও দোকানিদের সাথে দেশজুড়ে ৮২টি বৈঠকের আয়োজন করেছে উক্ত মন্ত্রণালয়। এই সকলের বৈঠকের উদ্দেশ্য হল সুদ, পণ্য মজুদ, ওজন জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা, এছাড়া ইসলামের বিধানের আলোকে ক্রয়-বিক্রয় কার্যক্রম সংশোধন করা।
তথ্যসূত্র:
1. د امر بالمعروف، نهی عن المنکر او شکایتونو اورېدلو وزارت په اونۍ کې
– https://tinyurl.com/42vhrzrv


