
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামে, সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ এই কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পরপর ২টি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ২৮শে জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে থেকে জানা যায়, জেএনআইএম মুজাহিদিনরা রাজধানী নিয়ামে থেকে মাত্র ২০ কিলোমিটার পূর্বে বারকিয়াভেল এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি গত ২৬শে জানুয়ারি সোমবার সন্ধ্যায়, নিয়ামির পূর্ব দিকের রাস্তাতে নাইজার সেনাবাহিনীর টহল দল লক্ষ্য করে একাধিক মাইন বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে।
সূত্রমতে, রাজধানীর এত কাছের কোনো রাস্তায় এটিই ছিলো জেএনআইএম মুজাহিদদের প্রথম মাইন অপারেশন। আর এতে নাইজার সেনাবাহিনীর অন্তত ১০ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও একটি সামরিক যান ধ্বংস এবং অন্য একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই অভিযানের একদিন আগে রবিবার, জেএনআইএম মুজাহিদিনরা নাইজারের টিলাবেরি রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করেন। এই অভিযানটি রাজধানী নিয়ামে এবং বুলকাবো শহরের সংযোগকারী সড়কে সেনাবাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে। মুজাহিদদের সফল এই আইইডি বিস্ফোরণে শত্রু বাহিনীর যানটি ধ্বংস হয়ে যায়, ফলশ্রুতিতে নাইজার সেনাবাহিনীতে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ymy9awvh
– https://tinyurl.com/yjbutc7f


