ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা চুক্তি, আরব লীগের প্রত্যাখ্যান

0
803

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের কথিত শান্তি পরিকল্পনা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আরব লীগ। শনিবার (১ ফেব্রুয়ারি) মিশরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠকের পর আরব লীগ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব লীগের এক জরুরি বৈঠকের জন্য অনুরোধ জানান। তিনি ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোকে তাদের সুস্পষ্ট অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানান।

শনিবার এক বিবৃতিতে আরব লীগ জানায়, এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণের নূন্যতম অধিকার এবং আকাঙ্ক্ষাকে পূরণ করে না। সেই বিবেচনায় আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করছি।

আরব লীগের অন্তর্ভুক্ত দেশসমূহ এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহযোগিতা না করার জন্যও সম্মত হয়েছেন।

এসময় তারা ১৯৬৭ সালের যুদ্ধের পূর্বে সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র অন্তর্ভুক্ত করার জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি জোর দেন। এছাড়া পূর্ব জেরুজালামকে ফিলিস্তিনের রাজধানী করার জন্য আহ্বান জানান তারা।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করলো ডিবির ৬ সদস্য!
পরবর্তী নিবন্ধমিয়ানমারের মতো মুসলমানদের গণহত্যার প্রস্তুতি নিচ্ছে মালাউন মোদী সরকার