মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

0
1031

বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনে এই ভাইরাসের উৎপত্তি হলেও ছড়িয়ে পড়েছে বিশ্বের অর্ধশতাধিক দেশে। অ্যান্টার্কটিকা বাদে সব মহাদেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চীনেই ৪২ জন।

অপরদিকে, চীনে সুস্থ হওয়ার হার বাড়লেও বিশ্বজুড়ে কমছে না প্রকোপ। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। খবরঃ আমাদের সময়

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মারা গেলেন ৫৪ জন। যেখানে দেশটির একজন এমপিও রয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সহস্রাধিক।

এদিকে, ইরানের মতোই করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে।

নিহতের সংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও চীনের বাইরে আক্রান্তের হার সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে সে দেশে ২২ জনের প্রাণহানি ঘটল। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২১২ জনে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও বাড়ছে চালের দাম
পরবর্তী নিবন্ধশাম | কুফ্ফার বাহিনী হতে মুজাহিদদের পুনরুদ্ধারকৃত নতুন এলাকার ম্যাপ!