ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৪ এপ্রিল, ২০২৪

0
93

• রাফা শহরে আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।

• ইসরায়েলকে ২৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার আইনে স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

• হামাস সম্প্রতি ইসরায়েলি-আমেরিকান হার্শ গুল্ডবার্গ-পুলিন নামে এক বন্দীর ভিডিও প্রকাশ করেছেন। এটি প্রকাশিত হওয়ার পর ইসরায়েলিরা নেতানিয়াহুর বাড়ির সামনে সকল ইসরায়েলি বন্দীকে মুক্ত করে আনার দাবিতে বিক্ষোভ করছে।

• যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন ছাত্ররা। এসময় ছাত্রদের উপর বর্বর আক্রমণ চালায় টেক্সাস পুলিশ।

• মধ্য গাজা এবং উত্তর গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে জায়োনিস্ট বাহিনী।

• দক্ষিণ লেবাননের আইতা আল-শাবে ইসরায়েলি যুদ্ধবিমান এবং গোলাবারুদ দিয়ে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।

• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,২৬২ জন ফিলিস্তিনি। যার মধ্যে অন্তত ১৪,৫০০ শিশু রয়েছে।

• জায়োনিস্ট বাহিনীর দুটি দলকে প্রলুব্ধ করে পৃথক দুটি মাইন অ্যাম্বুশের শিকার বানিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এসময় মুজাহিদগণ কয়েকটি বিস্ফোরক ডিভাইস এবং এফ-১৬ রকেট হামলাও চালিয়েছেন।

• নাহাল ওজ, কিসসুফিম, বী’ইরি এবং গাজা এনভেলপে দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

• কিসসুফিমে মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

• খান ইউনিসে জায়োনিস্টদের দুটি ড্রোন জব্দ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

• নাবলুসের আসকার ক্যাম্পে বিভিন্ন অবস্থান থেকে জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান ও বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবোরকা-নিকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
পরবর্তী নিবন্ধভারতে দ্বিতীয় দফার ভোটের প্রচারণায় মোদীর মুসলিমবিদ্বেষী বক্তব্য