এবার করোনার কারণে পরীক্ষার সময়সূচীতে পরিবর্তণের ঘোষণা দিয়েছে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। মাদরসাটির সমপানী পরীক্ষা আগামী সোমবার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
জরুরি এ বিজ্ঞপ্তিতে লেখা হয়, বিশ্বব্যাপী করোনার কারণে দারুল উলুম দেওবন্দ সমাপনী পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন এনেছে। মাদরাসার বার্ষিক পরীক্ষা আগামী ২৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩ এপ্রিল। ৩ এপ্রিল মাদরাসা বন্ধ ঘোষণা করা হবে। মাদরাসার হিফজ নাজেরা নূরানী বিভাগের পরীক্ষা ২৭,২৮,২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেক কিতাবের ৫টি প্রশ্ন থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে দু’কিতাব এক সঙ্গে পরীক্ষা, ৬টি প্রশ্ন থেকে ১টি ১টি উত্তর দিতে হবে।
প্রতিদিন ২ বেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ থেকে সাড়ে ১০টা, দুপুর ২.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত। পরীক্ষার হলে করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যেক পরীক্ষার্থীর মাঝে এক মিটার করে ফাঁকা রাখতে হবে।