ফিলিস্তিনের জনপ্রিয় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, ফিলিস্তিনি হত্যা-নির্যাতন আড়াল করতে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে ইহুদীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইল।
রোববার (০৩ মে) রাতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দখলদারেরা সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করে ধরপাকড় ও নির্যাতন অব্যাহত রেখেছে। কারণ তারা এর মাধ্যমে বাস্তব চিত্র আড়ালে রাখতে চায়।
তিনি আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিলে তাদের মানবতাবিরোধী অপরাধের চিত্র গোটা বিশ্বের সামনে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে।
ফিলিস্তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত বাড়াতে তিনি সাংবাদিকদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওই মুখপাত্র। সাংবাদিকদের হত্যা-নির্যাতন করার কারণেও ইহুদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের খবর গোটা বিশ্বে ছড়িয়ে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে ফিলিস্তিনি সাংবাদিকদেরকে সব সময় ইসরাইলি হুমকির মুখে থাকতে হয়।
এদিকে ইসরাইলি কারাগারে বর্তমানে অন্তত ১২ জন সাংবাদিক আটক রয়েছেন বলে ফিলিস্তিনের সাংবাদিকদের একটি সংগঠন জানিয়েছে।
সূত্র : ইনসাফ টুয়েন্টিফোর ডটকম।