ফটো রিপোর্ট | প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ তালিবান নিয়ন্ত্রিত ময়দান ওয়ার্দাক প্রদেশ

0
1016
ফটো রিপোর্ট | প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ তালিবান নিয়ন্ত্রিত ময়দান ওয়ার্দাক প্রদেশ

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আফগানিস্তান। পুরো দেশ জুড়েই রয়েছে অসংখ্য উঁচু নিচু এবং ছোট বড় পাথরি পাহাড় ও টিলা। বসন্তকালে এসকল পাহাড় ও টিলাগুলো সবুজতার রূপ নিলেও বাকি সময় থাকে বরফে ঢাকা। যার থেকে প্রবাহিত হয় নির্মল ঝর্ণাধারা। এর ফলে বিভিন্ন স্থানে তৈরি হয় ছোট বড় জলাশয়।

তালিবান নিয়ন্ত্রিত ময়দান ওয়ার্দাক প্রদেশের জালগা জেলার এমনই কিছু প্রাকৃতিক সৌন্দর্যময় চিত্র ক্যামেরা বন্দী করেছেন জাবেদ আফগানী।

এই পোস্টের সকল ছবি একসাথে পাবেন এই লিংকে: https://archive.org/details/all-pic_202007

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদরাসার ৮ জানালা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করল সন্ত্রাসী ছাত্রলীগ!
পরবর্তী নিবন্ধখুলনায় সন্ত্রাসীদের মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত না করায় গ্রামবাসীর উপর গুলিবর্ষণ, নিহত ৩