সিরিয়ার দুটি এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কুখ্যাত নুসাইরী শিয়া মুরতাদ বাহিনীর পরিচালিত হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
সিরিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট অনুযায়ী, ইদলিব সিটির “তিল-জা’আফার ও খান শাইখুন” এলাকা দুটিতে ১৫ আগস্ট সকাল থেকে ব্যাপকহারে বোমা হামলা চালাতে শুরু করেছে আসাদ সরকারের মুরতাদ নুসাইরী বাহিনী, এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী মুরতাদ বাহিনীর বোমা হামলায় ৪ জন নিরাপরাধ বেসামরিক নাগরিক নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন।
অপরদিকে হালাব সিটির “জারাবুলুস” শহরে মুরতাদ বাহিনীর হামলায় নিহত ও আহত হয়েছেন আরো ৭ জন বেসামরিক নাগরিক।