গত ১ মাসে শিশু ও নারীসহ ৪১৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

0
604
গত ১ মাসে শিশু ও নারীসহ ৪১৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

দখলদার ইসরায়েলি বাহিনী গত নভেম্বরে দখলকৃত ফিলিস্তিন জুড়ে ৪১৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে, যার মধ্যে ৪৯ জন শিশু ও সাতজন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১২ ডিসেম্বর বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এক যৌথ বিবৃতিতে জানায় যে, শুধুমাত্র গত নভেম্বর মাসেই ৪১৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েল। এদের মধ্য ৭ জন নারীসহ ২৯ জন শিশু ও কিশোর রয়েছে। খবর, কুদুস নিউজ নেটওয়ার্কের।

গ্রেফতারকৃতদের মধ্যে পশ্চিম তীরের জেরুজালেম থেকে ১৫৭ জন, রামাল্লায় ৪০, হেব্রনে ৭৪, জেনিনে ৩১, বেথেলহামে ৩৩, নাবলুসে ৩০, তুলকার্মে ১৮, কালকিলিয়্যাতে ১৮, জেরিক্কুতে ৩, তুবসে ৭, সালফিতে ১ ও অবরুদ্ধ গাজা থেকে ১ জনকে গ্রেফতার করেছে।

এসব গ্রেফতারের ফলে দখলদার ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪,৪০০ জনে। এদের মধ্যে ৪১ জন নারী, ১৭০ জন শিশু-কিশোর এবং ৩৮০ জন ফিলিস্তিনি প্রশাসনিক ব্যক্তি বন্দী রয়েছেন।

এসব বন্দী ফিলিস্তিনিদের উপর কারাগারে নানাপ্রকার নির্যাতন চালাচ্ছে ইসরায়েল, বঞ্চিত করছে মৌলিক অধিকার থেকে। অসুস্থ বন্দীদের চিকিৎসার ব্যবস্থাও করছে না তারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন