ফের সন্ত্রাসী দল বজরংকে সুবিধা দেয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

0
1031
ফের সন্ত্রাসী দল বজরংকে সুবিধা দেয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

ভারতে ফের উগ্রপন্থী হিন্দুত্ববাদী দলকে সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। গত রবিবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের অনুসন্ধানে বিষয়টি প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, বজরং দলের প্রতি নমনীয় ভাব দেখিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। উগ্রপন্থী বজরং দল সাম্প্রদায়িক উস্কানি ও হামলার সঙ্গে জড়িত, এ ব্যাপারে রিপোর্ট ছিল ফেসবুকের কাছে। এমনকি অভিযোগও জমা পড়ে। এরপরেও হিন্দুত্ববাদী দলটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এর পেছনে আর্থিক মুনাফা ও ফেসবুকের কর্মীদের সুরক্ষা জড়িত থাকতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়।

ফেসবুকের আশঙ্কা ছিল, বজরং দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতে তাদের ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হবে। এমনকী, তাদের কর্মীদের সুরক্ষাও ব্যহত হতে পারে।

চলতি বছরের জুন মাসে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। দিল্লিতে একটি চার্চে হামলার ভিডিওটি দেখে প্রায় আড়াই লাখ মানুষ। সেই ঘটনার দায় স্বীকার করেছিল বজরং দল। এরপরেও ভিডিওটি নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক।

সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্মীদের একাংশ মনে করেন, সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে ফেসবুকের পলিসি লংঘন হচ্ছে।

তবে অপর এক অংশের ধারণা, বজরং দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ফেসবুকের বিরুদ্ধে ভারতীয়দের মনে ক্ষোভ তৈরি করবে। পাশাপাশি, কোম্পানিটির কর্মীদেরও হামলার মুখে পড়তে হতে পারে।

এর আগে, দিল্লিতে মুসলিমদের ওপর নির্মম হামলার উস্কানিদাতা বিজেপি নেতাদের প্রতি নমনীয় ভাব দেখিয়েছিল ফেসবুক। এ নিয়ে ভারতে তোলপাড় তৈরি হয়েছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন